Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তুলসি ক্ষেত্র
স্থান

তুলসি ক্ষেত্র, ঘাসিগ্রাম ইউনিয়ন, মোহনপুর, রাজশাহী

কিভাবে যাওয়া যায়

রাজশাহী জেলা সদর হতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলা হতে আরা ২.৫ কিমি উত্তরদিকে সইপাড়া নামক স্থনে নামতে হবে, সইপাড়া থেকে ৬ কিমি পশ্চিমে গেলেই তুলসি ক্ষেত্র স্পটটি পাওয়া যাবে । রাজশাহী হতে বাস, সিএনজি, মিশুক, যোগে সইপাড়া আসা যাবে জন প্রতি ভাড়া (রাজশাহী-সইপাড়া) ৩০-৫০ টাকা এরপর সইপাড়া থেকে সিএনজি, অটো, ভ্যান যোগে তুলসি ক্ষেত্র নামক স্থানে আসা যাবে। জন প্রতি ভাড়া সইপাড়া থেকে ১৫-২০ টাকা।

যোগাযোগ

উক্তস্থানে সহায়তার জন্য ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আজহারুল ইসলাম (বাবলু)  এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
মোবাইল নং - ০১৭১১-০১৩৮৮৪

বিস্তারিত

এটি মোহনপুর উপজেলাধীন ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের অর্ন্তভুক্ত তুলসি ক্ষেত্র নামক স্থান। অতি মনোরম পরিবেশ বিদ্যমান, স্থান টি শিব নদীর ধারে অবস্থিত, দুই ধারে দুইটি খাল এবং বড়বিল আছে, স্থানটির মাঝখান দিয়ে একটি বেড়িবাধ বয়ে গেছে, উত্তর দক্ষিণ দিকে লম্বা, এখানে লোকজন বিভিন্ন সময়ে বেড়াতে আসে। এই জায়গায় শিব নদীতে ব্রিজ হওয়ায় তানোরের সাথে মোহনপুরের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে।  বাঁধ দিয়ে অত্যন্ত মনোরম পরিবেশ সেখানে অনেক লোকের সমাগম হয়।